UsharAlo logo
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলোচিত নারী নির্যাতনের ঘটনায় আটক-১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে পাইকগাছার আলোচিত নারী নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এ মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে একজনকে আটক করেছে। এ দিকে নির্যাতিত নারী অনেকটাই সুস্থ্য হলেও পুরোপুরি স্বাভাবিক হতে এখনো সময় লাগবে বলে তার পরিবার জানিয়েছে।

উল্লেখ্য, গত রোববার গভীর রাতে উপজেলার রাড়–লী গ্রামে জনৈক কাঁচামাল ব্যবসায়ীর স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়। বর্তমানে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে নির্যাতনের এ ঘটনায় সোমবার থানায় মামলা হয়েছে। নির্যাতিতার স্বামী আব্দুল মান্নান সরদার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করেন।

এ মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে একই এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সামাদকে আটক করা হয়েছে বলে থানার ওসি ওবাইদুর রহমান জানিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।