UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় শিক্ষক হত্যার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন

koushikkln
জুন ৩০, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি: ঢাকা সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী করেছে বাগেরহাটের শরণখোলা উপজেলা মাধ্যমিক ও কলেজ শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১ টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন সকল শিক্ষকবৃন্দ।

এ সময় শিক্ষক উৎপলের হত্যাকারী বখাটে জিতুর ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক আসাদুজ্জামান মিলন, কলেজ সমমান শিক্ষক সমিতির আহবায়ক মনিরুজ্জামান বাবুল, শরনখোলা সরকারি কলেজের প্রভাষক আকন আলমগীর, মাতৃভাষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার কবুলাসি, তাফালবাড়ি কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, আরকেডিএস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হাওলাদার, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া, রায়েন্দা পাইলট সরকারি হাইস্কুলের সহকারি শিক্ষক শাহিনুজ্জামান শাহিন প্রমুখ। বক্তারা হত্যাকারীর ফাঁসি এবং আর যেন কোন শিক্ষক এভাবে নিহত না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান।