UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আস্থা ভোটে জয় পেলেন ইমরান খান

usharalodesk
মার্চ ৭, ২০২১ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিশংসনের হাত থেকে রক্ষা পেলেন। ৬ মার্চ শনিবার দেশটির পার্লামেন্টের আস্থা ভোটে প্রয়োজনের চেয়ে মাত্র ৬ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন ইমরান খান।
দেশজুড়ে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ এবং বিরোধীদের প্রতিবাদের মধ্যেই শনিবার পাকিস্তানের সংসদে আস্থা ভোটের মুখোমুখি হয়েছেন ইমরান খান।
সম্প্রতি উচ্চকক্ষ সিনেটের ভোটে হেরেছে পাকিস্তান সরকারের অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখ। ওই আসনে জয় পায়েছেন ইউসুফ রাজা গিলানি। এই পরাজয় শাসকদলকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়েছে। ইমরান সরকারের পতনে মরিয়া হয়ে রয়েছে বিরোধী শিবির।
এরই ধারাবাহিকতায় নিজের ও দলের শক্তি প্রতিষ্ঠিত করতেই নিম্নকক্ষে ইমরান সরকারের এই আস্থা ভোটের আয়োজন করেন। ৩৪২ সদস্যের নিম্নকক্ষে এদিন হেরে যান বিরোধীরা। ক্ষমতায় টিকে থাকতে ১৭২ ভোটের প্রয়োজন হলেও ইমরান খানকে ভোট দিয়েছে ১৭৮ জন সংসদ সদস্য। তবে পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনসহ ১১টি দল জোট বেঁধে আস্থা ভোট বয়কট করেছে।
দুর্নীতিবিরোধী আন্দোলনের মাধ্যমে ২০১৮ সালের নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়ে ক্ষমতায় আসেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই। ক্ষমতা গ্রহণের পর থেকেই দুর্নীতিবিরোধী নানা পদক্ষেপ নেন সাবেক ক্রিকেটার ইমরান খান। যদিও তার বিরুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে জোট বেধে ক্ষমতায় আসার অভিযোগ করেন পাকিস্তানের বিরোধী দলগুলো।

 

(ঊষার আলো-এম.এইচ)