UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ গণতন্ত্রে বিশ্বাস করে তাই বিএনপি আন্দোলন করতে পারছে: প্রধানমন্ত্রী

koushikkln
অক্টোবর ২৮, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে তাই বিএনপি আজ আন্দোলন করতে পারছে। কিন্তু বিএনপির যারা খুনের সঙ্গে জড়িত, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাধে সঙ্গে জড়িত, তাদের ধরতে হবে, তাদের কোনও ছাড় হবে না।’

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৈঠকে শেখ হাসিনা আরও বলেন, ‘আওয়ামী লীগের ওপরে মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে বলেই তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবারও দেবে। কিন্তু যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা-গ্রেনেড হামলাকারী ও অর্থপাচারকারী; জনগণ তাদের বিশ্বাস করে না এবং ভোটও দেবে না।’
বর্তমান বৈশ্বিক সংকটের কারণে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা।’ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন দলের প্রধান শেখ হাসিনা। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।

উআ-বিএস