UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আ.লীগ নিষিদ্ধ না হলে আসিফ নজরুলের মতো সবাই লাঞ্চিত হবেন’

usharalodesk
নভেম্বর ১০, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিদেশের মাটিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ইসলামের হেনস্তা হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী বলেছেন, অতিসত্ত্বর সরকার আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করেন তাহলে বিদেশের মাটিতে যেমন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তা করেছে। একইভাবে সরকারের সবাই লাঞ্চনার শিকার হবেন। তখন ছাত্রজনতাকে পাশে পাবেন না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাদী বলেন, আপনাদের মেরুদণ্ড সোজা করেন। যে অপরাধে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই অপরাধে কেনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? অতিসত্ত্বর সরকার আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করে তাহলে বিদেশের মাটিতে যেমন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তা করেছে। একইভাবে সরকারের সবাই লাঞ্চনার শিকার হবেন।

তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ও ইনকিলাব মঞ্চসহ ছাত্রজনতা বারবার বলছে রাষ্ট্রপতি অপসারণ করতে। কিন্তু বাংলাদেশের প্রধান কিছু রাজনৈতিক দল তাদেরকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। তারা সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুকে ক্ষমতায় রাখতে চাচ্ছে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে। স্পষ্ট ঘোষণা করতে চাই ফ্যাসিস্ট, খুনি, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যে রাজনৈতিক দল কোনো কথা বলবে আমরা তাকে গণশত্রু ঘোষণা করবো।

ঊষার আলো-এসএ