ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের বস্তু নয়, বরং ভোগের বস্তু মনে করেছিল।কিন্তু ইসলাম রাষ্ট্র ক্ষমতাকে ভোগের বস্তু নয়, ত্যাগের জিনিস মনে করে।
তিনি বলেন, দেশে প্রচলিত পশ্চিমা সংস্কৃতির রাজনৈতিক ব্যবস্থায়, রাজনৈতিক নেতারা তাদের নিজেদের স্বার্থে লক্ষ লক্ষ যুবক ছেলেদের লালন করে। যার ফলে দেশে যুব সমাজ ভালো কাজে নিয়োগ পায় না, এজন্য দেশে বেকারত্ব বেড়েছে।তাই সমাজে এমন একধারার রাজনীতির বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি নয়। বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করে, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আমরা কায়েম করতে চাই। দুনিয়া ও আখেরাতে শান্তিতে থাকার একটাই পথ, তা হচ্ছে আল্লাহর আইন মেনে জীবন পরিচালিত করতে হবে।তাই বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে, আলেমদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিতে হবে।
ইসলামী মহাসম্মেলনটি হাফেজ মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-ঢালকানগর মাদ্রাসার মুহতামিম মুফতি জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, চর কমলাপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা হেলালুদ্দিন, শাকপালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, খেলাফত যুব মজলিস জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, বাইতুলমাল সম্পাদক মোল্লা হাবিবুর রহমান, খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, খেলাফত ছাত্র মজলিসের পশ্চিম জেলা শাখার সভাপতি মোল্লা রুহুল আমিন, খেলাফত যুব মজলিসের মজলিসে আমেলা সদস্য হাফেজ মুহাম্মাদুল্লাহ, মাওলানা খবির উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
ঊষার আলো-এসএ