UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা রাশিয়ার

pial
এপ্রিল ১৭, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের প্রশাসনের অস্ত্র সহায়তা অব্যাহত থাকলে ‘অপ্রত্যাশিত পরিণতি’ সম্পর্কে সতর্ক করেছে রাশিয়া।

ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য জানায়।

গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাঠানো রাশিয়ার সেই কূটনৈতিক বার্তায় সতর্ক করে বলা হয়, ইউক্রেনে মার্কিন ও ন্যাটো ‘সবচেয়ে সংবেদনশীল’ অস্ত্রের চালান ‘অনাকাঙ্ক্ষিত পরিণতি’ বয়ে নিয়ে আসতে পারে।

ইউক্রেনের দায়িত্বজ্ঞানহীন সামরিকীকরণ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে রাশিয়া সে বার্তায় বলে যে এসব অস্ত্রের চালান সংঘর্ষে উস্কানি দিচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)