ঊষার আলো ডেক্স : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে আরো ১ বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ জুন) এ ঘোষণা দেওয়া হয়েছে। এই সামরিক সহায়তার মধ্যে রয়েছে অত্যাধুনিক ১৮টি স্বচালিত কামান ব্যবস্থা ‘হাউইটজার’, ৩৬ হাজার রাউন্ড গোলাবারুদ এবং ১৮টি কৌশলগত যান।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে জানানো হয়েছে, নতুন এ অস্ত্র সহায়তার মধ্যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম তথা হিমার্স-এর জন্য গোলাবারুদ, ৪টি কৌশলগত সামরিক যান, খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম। এছাড়াও ২টি হারপুন উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে। পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের মধ্যে যোগাযোগের জন্য হাজার হাজার সুরক্ষিত রেডিও, নাইট ভিশন ডিভাইস, থার্মাল সাইট ও অন্যান্য অপটিক্স।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। এরপর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়াকে ঠেকানোর জন্য ইউক্রেনকে একের পর এক অস্ত্র সহায়তা দিয়ে আসছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আবারও অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে।
সূত্র : আল-জাজিরা
(ঊষার আলো-এসএইস)