ঊষার আলো ডেস্ক : রাশিয়া সেনা অভিযানে নতুন এক লক্ষ্যে এগোচ্ছে ইউক্রেনে । আর এবার গোটা ইউক্রেন নয় রুশপন্থীদের আধিক্যে থাকা পূর্ব ইউক্রেনকে নিয়ন্ত্রণে নিতে মরিয়া মস্কো।
ফলে সেসব এলাকায় হামলার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে।
এদিকে রাশিয়ার সেনাদের এমন আধিপত্য রুখতে ইউক্রেনের সামরিক বাহিনীকে নতুন করে অস্ত্রশস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের মার্কিন প্রশাসন।
সবশেষ ঘোষণা করা সহায়তার আওতায় ইউক্রেনকে মোট ৮০০ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এ চালানে নতুন এক ধরনের সামরিক অস্ত্রও থাকছে, যা কিনা নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। অজ্ঞাতনামা এ আকাশচারী অস্ত্র কিংবা ড্রোনটিকে ডাকা হচ্ছে ‘ফিনিক্স ঘোস্ট’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিনিক্স ঘোস্ট এক ধরনের মনুষ্যবিহীন বোমারু বিমান বা ড্রোন। বিশেষ এ ড্রোনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যায়েভেক্স অ্যারোস্পেস। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবির বলেন, পূর্ব ইউক্রেনের ডনবাসে হামলার জন্য ড্রোনটি বিশেষভাবে কার্যকর।
কিরবি আরও জানান, ‘পাহাড়ের খাঁজে অবস্থান করা লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা আছে ফিনিক্স ঘোস্টের।’ কিন্তু ড্রোনটির সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানাননি কিরবি। তিনি আরো জানান, এখনো ইউক্রেনের হাতে ড্রোনটি পৌঁছায়নি। তবে শিগগিরই ড্রোনটি ইউক্রেনের পেতে যাচ্ছে বলে তার কথায় ইঙ্গিত আছে।
সূত্র: আল জাজিরা
(ঊষার আলো-এফএসপি)