UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনীয়রা বোকা নয়, রাশিয়ার অঙ্গীকারের জবাবে জেলেনস্কি

usharalodesk
মার্চ ৩০, ২০২২ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: রাশিয়ার সামরিক অভিযান কমানোর প্রতিশ্রুতির প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা বোকা নয়। মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পর রাশিয়া ওই অঙ্গীকার করেছিল।

সংশয় প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, আলোচনার প্রাথমিক লক্ষণ ‘ইতিবাচক’ হলেও তারা রাশি রাশির গোলার বিস্ফোরণকে আড়াল করতে পারছে না। অন্যান্য দেশও সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘তারা প্রকৃত কাজ কী করে তা না দেখা পর্যন্ত আমি এতে কান দেব না।

‘ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বলেছেন, রাশিয়া যা বলে এবং যা করে তার মধ্যে পার্থক্য রয়েছে।যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালির নেতারাও পশ্চিমাদের রাশিয়ার বিষয়ে সতর্কতা শিথিল না করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয়ের দেওয়া বক্তব্য অনুসারে ওই দেশগুলোর নেতারা এ বিষয়ে একমত হয়েছেন যে, ইউক্রেনের ওপর চলমান ভয়াবহতার অবসান না হওয়া পর্যন্ত পশ্চিমাদের সংকল্প শিথিল করা যাবে না।

ঊষার আলো-এসএ