UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের পথে তুরস্কের তৈরি ড্রোন

usharalodesk
জুলাই ৭, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  ইউক্রেনকে তুরস্কের তৈরি বায়রাকতার টিবি২ ড্রোন পাঠিয়েছে লিথুয়ানিয়া। লিথুয়ানিয়া প্রতিরক্ষামন্ত্রী অর্ভিদাস অনুসকাসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।অর্ভিদাস অনুসকাস ওই ড্রোনের টুইটারে ওই ড্রোনের ছবি শেয়ার করে লিখেছেন, লিথুয়ানিয়ায় বায়রাকতার ‘ভানাগাস’এর শেষ মুহূর্ত।

খুব শীগগিরই এটি ইউক্রেনে পাঠানো হবে। ইউক্রেনকে বায়রাকতার টিবি২ ড্রোন পাঠানোর জন্য লিথুয়ানিয়ার শত শত নাগরিক তহবিল সংগ্রহ করেছে। মাত্র সাড়ে তিন দিনের মধ্যে ড্রোন কেনার জন্য ৫ মিলিয়ন ইউরো সংগ্রহ করা হয়।

ইউক্রেন সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি কোম্পানি বায়কারের কাছ থেকে ২০টিরও বেশি বায়রাকতার টিবি২ সশস্ত্র ড্রোন কিনেছে। চলতি বছরের ২৭ জানুয়ানি আরও ১৬টি ড্রোন কেনার অর্ডার দেয় ইউক্রেন। চলতি বছরের মার্চ মাসে রুশ আগ্রাসন শুরুর পর ওই ড্রোন ইউক্রেনে পৌঁছায়।

ঊষার আলো-এসএ