UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনে হামলা বন্ধে রাশিয়ার তিন শর্ত

koushikkln
মার্চ ৭, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইউক্রেনে হামলা বন্ধে তিনটি শর্ত দিয়েছে রাশিয়া। শর্তগুলো হলো, প্রথমত, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে ইউক্রেনকে স্বীকার করে নিতে হবে। দ্বিতীয়ত, লুহানস্ক ও দোনেত্স্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে হবে। তৃতীয়ত, ইউক্রেনকে অবশ্যই তার সংবিধানে পরিবর্তন আনতে হবে এবং কোনো ধরনের জোটে (যেমন ন্যাটো) যোগদানের অভিপ্রায় থেকে সরে আসতে হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেছেন। ইউক্রেনের বিভিন্ন শহরে সোমবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী।রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা তৃতীয় দফার আলোচনা চলাকালে এমন শর্ত দেওয়া হলো।

পেসকভ বলেন, এই শর্তগুলো মেনে নিলে যেকোনো মুহূর্তে ইউক্রেন অভিযান বন্ধ করবে রুশ বাহিনী এবং ভবিষ্যতে ইউক্রেনের কোনো অংশ দাবি করবে না।
ইউক্রেনের ক্রিমিয়া ২০১৪ সালে দখল করে নেয় রাশিয়া। আর রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর লুহানস্ক ও দোনেত্স্ক অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দেয় গত ২২ ফেব্রুয়ারি। এরপর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী।