UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউজিসির নাম পাল্টে হবে ‘বিশ্ববিদ্যালয় কমিশন’

ঊষার আলো
ডিসেম্বর ১৮, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইউজিসির পরিবর্তে ‘বিশ্ববিদ্যালয় কমিশন’ হিসেবে এটার পরিচিতি হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নাম থেকে ‘মঞ্জুরি’ শব্দটি বাদ দিয়ে এটিকে বিশ্ববিদ্যালয় কমিশনে পরিণত করা হবে। এটি নিয়ে একটি বড় কাজ করা হবে।’

দেশে সরকারি-বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে আলম বলেন, উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কমিশন তৃতীয় পর্যায়ের শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং গবেষণা কাজ সম্প্রসারণে কাজ করবে। স্কুল পাঠ্যক্রমকে যুগোপযোগী করার বিষয়ে প্রেস সচিব বলেন, নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তক যৌক্তিক করা হবে।

তিনি বলেন, সরকারি স্কুলের শিক্ষকদের মতো পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ না পাওয়া বেসরকারি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি ও বদলি নিয়ে শিক্ষা খাতে ‘বাণিজ্য’ চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতকে যাতে দুর্নীতিমুক্ত করা যায় সেজন্য আমরা এ বিষয়ে কাজ করব। এছাড়াও শিক্ষায় বরাদ্দ বাড়ানো, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়টি যুগোপযোগী করা, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মানোন্নয়ন করা, শিক্ষাকে দুর্নীতিমুক্ত করাসহ শিক্ষা নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রেস সচিব।

ঊষার আলো-এসএ