UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউব দেখে মদের ব্যবসা করতে গিয়ে যুবক গ্রেফতার

usharalodesk
জুন ২, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : ইউটিউব দেখে মদের ব্যবসা করতে গিয়ে সাতক্ষীরায় এক যুবক গ্রেফতার হয়েছে। সে ইউটিউবে ভিডিও দেখে শখের বশে চোলাই মদ তৈরি করতো। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জে আর গ্রেফতারকৃত যুবকের নাম ডিভ্যাল সরকার (৩৭)। গ্রেফতারকৃত ডিভ্যাল সরকার কালীগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি এলাকার শ্যামপদ সরকারের ছেলে। এক সময় শখ থেকে চোলাই মদের ব্যবসায়ী বনে যান। অবশেষে ৫০ লিটার চোলাই মদসহ ধরা খেলেন পুলিশের হাতে। মঙ্গলবার (১ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ জুন) রাতে পুলিশ সদস্যরা ব্যবসায়ী ডিভ্যালের বাড়িতে মাদক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, প্রথমে শখের বশে ইউটিউব থেকে ভিডিও দেখে মদ তৈরি করতেন। পরে গোপনে মদ তৈরি ও ব্যবসা শুরু করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বুধবার (২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)