UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইকুয়েডরে কারাগারে ফের দাঙ্গা, নিহত ১০

pial
নভেম্বর ১৯, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১০ জন নিহত। শুক্রবার এ ঘটনা ঘটে বলে কারাগার কর্তৃপক্ষ জানায়।

কারাগারে গত বছর এমন ঘটনায় প্রায় ৪০০ আসামি নিহত হন। আগের দাঙ্গার ঘটনার পরিকল্পনাকারী সন্দেহভাজন ২ আসামিকে কঠোর নিরাপত্তা বেষ্টিত অন্য কারাগারে নেওয়া হচ্ছে, সরকার এমন কথা জানানোর পরপর রাজধানী কুইতোর উত্তরে অবস্থিত আল ইনকা কারাগারে সহিংসতা বেধে যায়।

পুলিশ কমান্ডার ভিক্টর হেরারা সাংবাদিকদের জানান, শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হয়। প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করায় কারাগারটি বর্তমানে নিরাপদ আছে। এদিকে, ফরেনসিক বিভাগের কর্মীরা নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেছে।

প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুই আসামিকে অন্য কারাগারে নেওয়াকে কেন্দ্র করে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। এই দুই আসামির একজন হলো লস লবোস অপরাধী চক্রের নেতা জনাথন বার্মুদেজ। তিনি আল ইনকা কারাগারে ছড়িয়ে পড়া আগের দাঙ্গার সাথে জড়িত ছিলেন।

অপর এক টুইটে প্রেসিডেন্ট কারাগার প্রাঙ্গণ ও করিডোরে দুই আসামির হাত বাঁধা এবং মাথা নিচু করে থাকা ছবি পোস্ট করেন।

সূত্র : এএফপি, আল-জাজিরা

(ঊষার আলো-এফএসপি)