UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঊষার আলো
মে ২৪, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) সকাল ৮টার দিকে ইনানী শফির বিল প্রাইমারি স্কুলের পশ্চিম পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অলিউর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে স্থানীয় জেলেরা সাগরে মাছ শিকার করতে গেলে পরিত্যক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের খবর দিলে তারা আমাদের জানায়। এখন পর্যন্ত মরদেহের পরিচয় মেলেনি।তিনি আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ