ক্রিকেটের পর ক্যারিয়ার হিসেবে ধারাভাষ্যকে বেছে নিয়েছেন ইরফান পাঠান। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে নিয়মিতই ধারাভাষ্য দিচ্ছিলেন সাবেক এই পেসার। তবে এবার সেই চাকরি হারিয়েছেন তিনি। তাকে চলমান আইপিএলে দেখা যাবে না ধারাভাষ্যকার হিসেবে। এমনটাই জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। চাকরি হারানোর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে, ইরফানের বিরুদ্ধে বেশ কয়েকজন ক্রিকেটার অভিযোগ জানিয়েছেন বিসিসিআইকে।
আইপিএলের অফিসিয়াল ধারাভাষ্য প্যানেল থেকে ইরফানের বাদ পড়া নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা তৈরি হলে দেশটির অন্যতম স্পোর্টস সাইট ‘মাইখেল’ জানিয়েছে, এই ধারাভাষ্যকারের বাদ পড়ার কারণ।
আইপিএলের অফিশিয়াল সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস নেটওয়ার্কের সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বেশ কিছু ক্রিকেটারের অভিযোগ– ধারাভাষ্য দেওয়ার সময় ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে নেওয়া সিদ্ধান্ত টেনে আনেন ইরফান। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পাঠানের নির্দিষ্ট এক ক্রিকেটারকে নিয়ে সমালোচনামূলক কথা সেই তারকা ভালোভাবে নেননি। ওই ক্রিকেটার তাকে ফোনে ব্লক করেছেন বলে জানিয়েছে সেই সূত্র। এ বিষয়ে পাঠানের সঙ্গে যোগাযোগ করেও মন্তব্য পায়নি সংবাদমাধ্যমটি।
সূত্র আরও জানিয়েছে, আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচে নির্দিষ্ট কিছু ক্রিকেটারের সঙ্গে আলাপচারিতায় সময় ইরফানের প্রচুর ‘অ্যাটিটিউড’ দেখানো ভালোভাবে নেয়নি বিসিসিআই। সূত্রটি বলেছেন, ‘এসব না হলে তার নাম (ধারাভাষ্য প্যানেলে) থাকত। গত দুই বছর ধরেই সে এটা করছে, নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডা কায়েম করছে, যেটা ভালোভাবে নেওয়া হয়নি।’
অবশ্য এমন ঘটনা ভারতীয় ক্রিকেটে নতুন নয়। ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতে এর আগেও হার্শা ভোগলে এবং সঞ্জয় মাঞ্জরেকারদের মতো ধারাভাষ্যকারদেরও বাদ পড়ার ঘটনা ঘটেছিল।
উল্লেখ্য, আইপিএলের এবারের আসরেও ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, ইয়ান বিশপ, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, ড্যানি মরিসন, বীরেন্দর শেবাগসহ প্রায় সব বড় মুখকেই।
ঊষার আলো-এসএ