UsharAlo logo
বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে ফের রকেট হামলা

ঊষার আলো
এপ্রিল ২৩, ২০২১ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ইরাকের বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত ৩টি রকেট আঘাত হেনেছে। রকেট আঘাত হানার পরপরই মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়াতে সাইরেন বেজে ওঠে ও বেশ কয়েকটি মার্কিন বিমান আকাশে উড়তে শুরু করে।

জানা গেছে, রকেটগুলো ছোঁড়া হয়েছে বাগদাদ বিমানবন্দরের অদূরবর্তী হাই আল ফুরাত এলাকা থেকে । মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সি-আরএম এসব রকেট শনাক্ত এবং ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। রকেট হামলার পরে ইরাকি নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালায়। রকেট লঞ্চারটি খোঁজে বের করার চেষ্টা করছে তারা। কিছু দিন আগেও ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ওই বিমান ঘাঁটিতে মূলত মার্কিন সেনাবাহিনীর সাথে যুক্ত ১টি নিরাপত্তা কোম্পানির ঠিকাদারেরা বাস করেন। সম্প্রতি ইরাকে মার্কিন সেনা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে হামলা বেড়েছে।

(ঊষার আলো-আরএম)