UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইরাকে ঈদ মার্কেটে বোমা হামলায় ৩৫ জনের মৃত্যু

ঊষার আলো
জুলাই ২০, ২০২১ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঈদের কেনাকাটাকালে ইরাকের বাগদাদে একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় ৬০ জন আহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার (২০ জুলাই) একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঈদের কেনাকাটাকালে বাগদাদে একটি মার্কেটে হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুতর। এছাড়াও এই বোমার বিস্ফোরণে অনেক দোকানও বিধ্বস্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাগদাদের ব্যস্ততম সদর সিটির ওয়হাইলাত মার্কেটে এ বোমা হামলার ঘটনা ঘটেছে বলে ইরাক সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

(ঊষার আলো-আরএম)