UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরাকে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণে নিহত ১০

pial
অক্টোবর ৩০, ২০২২ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে পূর্বাঞ্চলে একটি বিস্ফোরণে দশ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

শনিবার (২৯ অক্টোবর) বাগদাদের পূর্বাঞ্চলে এ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা ও চিকিৎসা সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাগদাদের পূর্বে অবস্থিত ক্যাফে ও ফুটবল স্টেডিয়ামের কাছে একটি গ্যারেজে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানকার গাড়ির সঙ্গে সংযুক্ত বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। আর পরে কাছাকাছি থাকা একটি গ্যাস ট্যাংকারে আরেকটি বিস্ফোরণ ঘটে।
নিহতদের মধ্যে অধিকাংশই পার্শ্ববর্তী স্টেডিয়ামে ফুটবল খেলা অপেশাদার খেলোয়াড়।

একটি সামরিক বিবৃতিতে বলা হয়, পূর্ব বাগদাদের একটি গ্যারেজে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী এ বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। কিন্তু এর বেশি আরো বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি ওই বিবৃতিতে।

সূত্র: এনডিটিভি

(ঊষার আলো-এফএসপি)