UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের প্রথম প্রেসিডেন্ট আবোলহাসান বনিসদরের ইন্তেকাল

ঊষার আলো
অক্টোবর ৯, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইরানের প্রথম প্রেসিডেন্ট আবোলহাসান বনিসদর আর নেই। আজ শনিবার (৯ অক্টোবর) ফ্রান্সে নির্বাসিত অবস্থায় এক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

জানা যায়, প্রেসিডেন্ট আবোলহাসান বনিসদর দীর্ঘ অসুস্থতার পর আজ প্যারিসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিজ দেশে তার সাথে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হলে এক পর্যায়ে তিনি ফ্রান্সে পালিয়ে যান। আর বাকি জীবন তার সেখানেই কাটে।
উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর ১৯৮০ সালের জানুয়ারিতে তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। দেশটির ইসলামি বিপ্লবীদের সহায়তায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে সদরের তেমন কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না তার।

(ঊষার আলো-এফএসপি)