UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন ইব্রাহিম রাইসি

usharalodesk
আগস্ট ৩, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইব্রাহিম রাইসি ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। আজ মঙ্গলবার (৩ আগস্ট) দেশটির রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে প্রেসিডেন্ট হিসেবে সত্যয়ন করেন তিনি। এর মাধ্যমে রাইসি আগামী ৪ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন।

গত ১৮ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচারবিভাগের সাবেক প্রধান ইব্রাহিম রাইসি ভূমিধস বিজয় পান। আজকের অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা ইব্রাহিম রাইসিকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেওয়ার পরপরই প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ক্ষমতার মেয়াদ শেষ হয়। হাসান রুহানি গত দুই মেয়াদে ৮ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

(ঊষার আলো-এফএসপি)