UsharAlo logo
রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, শতাধিক আহত

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ইরানের দক্ষিণাঞ্চলে হরমোজগান প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণটি স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহিদ রাজায়ী বন্দরে ঘটে।

ইরানের বার্তা প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণটি একটি অফিস ভবনে ঘটেছে। ঘটনার পরপরই দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

স্থানীয় সূত্রগুলোর বরাতে মেহের জানিয়েছে, শাহিদ রাজায়ী বন্দরের একটি জ্বালানি ট্যাংক অজ্ঞাত কারণে বিস্ফোরিত হয়। দুর্ঘটনার পর বন্দরের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা ও উদ্ধারকারী বাহিনী পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে।

ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে বিস্ফোরণের ভয়াবহতা এবং বন্দরের ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে।

তবে এখনো নিহতের সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হরমোজগান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান বলেছেন, তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ও উদ্ধারকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনো নির্ধারণ করা হয়নি। তদন্ত চলছে।

ঊষার আলো-এসএ