UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী আর্নল্ট

pial
ডিসেম্বর ১৪, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইলন মাস্ককে পেছনে ফেলে ধনকুবেরের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বার্নার্ড আর্নল্ট এবং তার পরিবার। তিনি হলেন বিলাসবহুল পণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ৭৩ বছর বয়সী ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট বিনিয়োগকারী এবং শিল্প সংগ্রাহক হিসেবেও পরিচিত।

ফোর্বসের হিসাব অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ১৭ হাজার ৮০০ কোটি ডলার। এবং আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৮০০ কোটি ডলার। আর্নল্ট ও মাস্কের পরেই রয়েছেন ভারতের ধনকুবের গৌতম আদানি। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে জেফ বেজোস ও ওয়ারেন বাফেট।

(ঊষার আলো-এফএসপি)