UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলকে কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ

usharalodesk
মার্চ ২৫, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :দক্ষিণ গাজার রাফাহ থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের স্থানান্তরের বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এই অঞ্চল থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর একটি ‘যুদ্ধাপরাধ’ হবে বলেও হুশিয়ার করেন তিনি। রোববার এক টেলিফোন কলের মাধ্যমে নেতানিয়াহুকে এমন সতর্কতা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

এর আগে শুক্রবার অধিকৃত পশ্চিমতীরে ৮০০ হেক্টর জমি দখলের ঘোষণা দিয়েছিল ইসরাইল। ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, টেলিফোন কলে ম্যাক্রোঁ ইসরাইলের জমি দখলেরও ‘কঠোর নিন্দা’ জানিয়েছেন।

দুই নেতার ফোনালাপে রাফাহতে ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধেও তার বিরোধিতা পুনরাবৃত্তি করেছেন ম্যাক্রোঁ।

তিনি নেতানিয়াহুকে গাজায় ‘একটি অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব আনতে চান বলে জানান।

এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট অবিলম্বে গাজায় সমস্ত ক্রসিং পয়েন্ট খুলে দিতে ইসরাইলকে আহ্বান জানান।

ঊষার আলো-এসএ