UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলি সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনি শিশুর মৃত্যু

usharalodesk
আগস্ট ২৯, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইসরাইলি সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনি শিশু আবু আল-নিল (১২) এক সপ্তাহ ধরে মৃত্যুর সাথে লড়ে অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। অধিকৃত পশ্চিমতীরে গত সপ্তাহে পবিত্র মসজিদ আল-আকসায় আগুন দেওয়ার ৫২তম বার্ষিকীতে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে গত ২১ আগস্ট ৪০ জনকে গুলি করে ইসরাইল সেনারা।

এদের মধ্যে ইসমাইল (৩২) ও  ইমাদ হাসহাস (১৬) নামে আহত দুই ফিলিস্তিনি আগেই মারা গেছেন।

আর শনিবার মারা গেল আবু আল নিল। তার আগে গত মঙ্গলবার মারা যায় ১৬ বছর বয়সি ইমাদ হাসহাস। মাথায় গুলিবিদ্ধ এ কিশোর অসহ্য এক যন্ত্রণা ভোগার পর তার মৃত্যু হয়। এছাড়াও গত বুধবার ইসমাইল নামে এক গুলিবিদ্ধ যুবকও চিকিৎসাধীন মারা যান।

সম্প্রতি ফিলিস্তিনে ফের বর্বর হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। এতে চলতি বছরে এ পর্যন্ত ৫৫ ফিলিস্তিনি মৃত্যুবরণ করেন।

(ঊষার আলো-এফএসপি)