UsharAlo logo
শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত

usharalodesk
নভেম্বর ১৬, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। যা নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আক্রমণের পর থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩,৭৯৯ জনে।

এছাড়া অব্যাহত আক্রমণে এ পর্যন্ত ১,০৩,৬০১ জন আহত হয়েছে।শনিবার (১৬ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিনটি পরিবারের ওপর গণহত্যা চালিয়েছে। এতে ইসরাইলি বাহিনী ৩৫ জনকে হত্যা করেছে এবং ১১১ জনকে আহত করেছে।

বিবৃতিতে আরও বলায়, উদ্ধারকর্মীরা অনেক জায়গায় পৌঁছাতে না পারায় এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান অমান্য করে ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় তাদের আক্রমণ অব্যাহত রেখেছে।

এই আক্রমণে উপত্যকার প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে এবং চলমান অবরোধের ফলে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে।

ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় প্রচেষ্টা চালানো হলেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ থামানোর অনীহার কারণে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

গাজায় ইসরাইলি অপরাধমূলক কার্যকলাপের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে।

ঊষার আলো-এসএ