UsharAlo logo
শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের সামরিক সহায়তা সীমিত করার পক্ষে ডেমোক্র্যাটিক ভোটাররা

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরাইলের সামরিক সহায়তা সীমিত করার পক্ষে ডেমোক্র্যাটিক ভোটাররা। গাজায় যুদ্ধবিরতি ভেঙে ভয়াবহ হামাল চালিয়ে যাচ্ছে ইসরাইল।  এরমধ্যে ট্রাম্প প্রশাসনের অকুণ্ঠ সমর্থন পেয়ে যাচ্ছে ইসরাইল।

তবে যুক্তরাষ্ট্রের ৭৪৫ জন সম্ভাব্য ডেমোক্র্যাটিক ভোটারের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, তাদের ৭১ শতাংশ মনে করেন; গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরাইলের সামরিক সহায়তা সীমিত করা উচিত।

পাশাপাশি, তারা ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন।এই জরিপটি ডেটা ফর প্রগ্রেস পরিচালনা এবং প্রকাশ করে।

শুক্রবার (২৫ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের প্রক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের ৯ থেকে ১৪ তারিখের মধ্যে এসএমএস ও ওয়েব প্যানেলের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। জরিপের নমুনা বয়স, লিঙ্গ, শিক্ষা, জাতিগত পরিচয় ও ভৌগোলিক অবস্থান অনুযায়ী ওজন নির্ধারণ করে নেওয়া হয়েছিল, যাতে এটি সম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রাইমারি ভোটারদের প্রতিনিধিত্ব করে। জরিপের ফলাফলের সম্ভাব্য ত্রুটি সীমা প্লাস মাইনাস ৪ শতাংশ পয়েন্ট।

সাধরণত, যদি জরিপের ত্রুটি সীমা প্লাস মাইনাস ৪ শতাংশ পয়েন্ট হয়, তাহলে এর ফলাফল ৬৭% থেকে ৭৫% এর মধ্যে হতে পারে।

জরিপের ফলাফলে আরও দেখা গেছে, ডেমোক্র্যাটিক ভোটাররা কেবল ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতেই নয়, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক নীতি, জলবায়ু নীতি ও অভিবাসন নীতিতেও তুলনামূলকভাবে প্রগতিশীল অবস্থান সমর্থন করছেন।

ডেমোক্র্যাটিক ভোটাররা এখন ইসরাইলের সামরিক সহায়তা সীমিত করার পক্ষে থাকলেও, গত নির্বাচনে দলটির প্রেসিডেন্টপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদকালে ইসরাইলকে সর্বাত্মক সহায়তা দিয়েছেন।  গাজা যুদ্ধের নির্মমতার জন্য পূর্ববর্তী বাইডেন প্রশাসন দায় এড়াতে পারে না।

ঊষার আলো-এসএ