UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইল থেকে ফেরত আসছেন রুশরা, কিন্তু কেন?

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি ইসরাইলে যাওয়া রাশিয়ার নাগরিকেরা মস্কোতে ফেরত যাচ্ছেন। মস্কোতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত সিমোনা হালপেরিন এক সাক্ষাৎকারে রুশ বার্তা সংস্থা তাসকে এ তথ্য জানান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে তাস জানিয়েছে, সম্প্রতি ইসরাইলে যাওয়া রুশ নাগরিকেরা ফের রাশিয়া ফেরত যাচ্ছেন বলে জানিয়েছেন মস্কোতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত সিমোনা হালপেরিন।

এক প্রশ্নের জবাবে সিমোনা হালপেরিন বলেন, ‘হ্যাঁ এটা হয়েছে। নাগরিকত্বের জন্য আবেদন করে কেউ কেউ কিছু সময়ের জন্য ইসরাইলে আসেন।  আমাদের কাছে পরিসংখ্যান নেই, তবে আমি জানি রাশিয়া থেকে যাওয়া সেসব নাগরিকরা ফের মস্কোতে ফিরে আসছেন। এটা বোধগম্য – মানুষের এখানে কাজ এবং জীবন আছে।

এই কূটনীতিক আরও উল্লেখ করেন, ‘এমন কতিপয় রুশ নাগরিক আছেন যারা দুদেশের মধ্যে বসবাস করছেন। ইসরাইল কোনো সমস্যা ছাড়াই দ্বৈত, তৃতীয় ও চতুর্থ নাগরিকত্বকে স্বীকৃতি দেয়। সুতরাং এটি কোনো সমস্যা নয়।’

ঊষার আলো-এসএ