UsharAlo logo
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলকেই গণহত্যার মূল্য দিতে হবে,আজ হোক বা কাল: এরদোয়ান

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ৭, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় এক বছর ধরে যে গণহত্যা চলছে, তার মূল্য শেষ পর্যন্ত ইসরায়েলকেই দিতে হবে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে সোমবার (৭ অক্টোবর) এরদোয়ান এ হুঁশিয়ারি দেন।

এরদোয়ান বলেন, এটা ভুলে গেলে চলবে না, এক বছর ধরে চলা এই গণহত্যার জন্য আজ হোক বা কাল হোক ইসরাইলকেই মূল্য দিতে হবে।

ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানবতার অভিন্ন জোট যেভাবে হিটলারকে থামিয়েছে, একইভাবে নেতানিয়াহু ও তার হত্যার নেটওয়ার্ক বন্ধ করা হবে।

তিনি বলেন, আজ ৭ অক্টোবর… ঠিক ৩৬৫ দিন আগে আমাদের ৫০ হাজার ভাই-বোন, যাদের বেশিরভাগই শিশু ও নারী, যারা জীবিত ছিল, তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। গাজার হাসপাতাল, বিভিন্ন ধর্মের উপাসনালয় এবং স্কুলগুলো এখন আর দাঁড়িয়ে নেই।

অনেক সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং শান্তির দূতরা এখন আর আমাদের মাঝে নেই।

প্রেসিডেন্ট বলেন, গাজা, ফিলিস্তিন এবং লেবাননে যারা মারা যাচ্ছে তারা শুধু নারী, শিশু, শিশু এবং নিরীহ বেসামরিক নাগরিকই নয়; (মারা যাচ্ছে) মানবতা ও আন্তর্জাতিক ব্যবস্থাও।

ইসরায়েলের গণহত্যার ঘটনায় ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সমবেদনা জানান তুর্কি প্রেসিডেন্ট।