গত বৃহস্পতিবার সিএনএনের ডানা বাশকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েল নীতি পাল্টাবেন না।
গত জুলাই মাসের শেষদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন কমলা হ্যারিস। ওই বৈঠকেও তিনি একথা বলেছেন বলে জানান।
তিনি বলেন, ইসরায়েল ও গাজার মধ্যে দ্বিরাষ্ট্র সমাধান চান।
গত অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল ও হামাসের যুদ্ধ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন করেছে। এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান ও সহায়তার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে ও হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবেন বলেও জানান তিনি। প্রেসিডেন্ট হিসাবে তার প্রথম ও সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি হবে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণিকে সমর্থন দেওয়া, শক্তিশালী করা।