লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত আরোপ করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের অবসানের শর্ত হিসেবে হিজবুল্লাহকে অস্ত্র ছেড়ে লিতানি নদীর উত্তরে সরে যাওয়ার দাবি জানিয়েছে ইসরায়েল।
ফরাসি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে আল আরাবিয়া টেলিভিশন। খবর রুশ বার্তা সংস্থা তাসের।
আল আরাবিয়া জানায়, ইসরায়েল চায় হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণ করে লেবাননের দক্ষিণ অংশ থেকে সরে দাঁড়াক। এর বিনিময়ে সিজফায়ার হতে পারে।
ইসরায়েলের এই দাবির উদ্দেশ্য হলো লেবাননের সীমান্ত এলাকা থেকে হিজবুল্লাহর প্রভাব কমানো। খবর তাসের।
গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ‘নর্দান অ্যারোজ’ নামে সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানের অংশ হিসেবে হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালানো হয়।
২৭ সেপ্টেম্বর এক অভিযানে ইসরায়েল হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহকে বৈরুতে হত্যা করে। এরপর ১ অক্টোবর থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযান শুরু করেছে।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই সামরিক উত্তেজনা নতুন নয়। ইসরায়েলের দাবির পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহর প্রতিক্রিয়া কী হবে তা এখনো স্পষ্ট নয়, তবে সংঘাতের সমাধানে উভয় পক্ষের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
বিশ্ব পরিস্থিতিতে ইসরায়েল-হিজবুল্লাহর এই সংঘাত মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে।