UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি গুপ্তচর অফিসে হামলার দায় স্বীকার ইরাকি প্রতিরোধকামী সংগঠনের

usharalodesk
এপ্রিল ১৫, ২০২১ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের স্পেশাল ইনফরমেশন অ্যান্ড অপারেশন্স সেন্টারে গত মঙ্গলবারে যে হামলা হয়, তার দায় স্বীকার করেছে ইরাকের এক প্রতিরোধকামী সংগঠন।

সারাইয়া আউলিয়া আদ-দাম নামের সংগঠনটি গত বুধবার একটি বিবৃতিতে দাবি করে যে, তারা ইসরায়েলের সেই গুপ্তচর কেন্দ্রে হামলা চালিয়েছে। ওই হামলায় ১০ ইসরায়েলি নিহত হয়, যার মধ্যে মোসাদের ৩ জন কমকর্তা রয়েছে।

ইরাকের প্রতিরোধকামী সংগঠনের সাথে সম্পর্কযুক্ত গণমাধ্যম বলছে যে, মোসাদের কেন্দ্রে হামলা হয়েছে ও হতাহতদের কয়েকজনের নামও প্রকাশ করেছে তারা।

ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত মোসাদের সেই কেন্দ্রে সেসব ইসরায়েলি কর্মকর্তারা কয়েক মাস ধরে কাজ করছিল। ইরাকের সাবেরিন নিউজ জানায়, প্রয়োজনে মোসাদের কেন্দ্র ও তার কাজের ধরন সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

অন্যদিকে, ইরাকে মোসাদের এ বিপর্যয়ের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নোতনিয়াহুর দফতর হতে কোনও ধরণের মন্তব্য করা হয়নি।

(ঊষার আলো-এফএসপি)