UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি বাহিনীর গুলিতে এবার আল জাজিরার সাংবাদিক নিহত

pial
মে ১১, ২০২২ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলে তার প্রাণ হারিয়েছেন। তাকে ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনের ভূখণ্ড পশ্চিম তীরে গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার (১১ মে) এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল জাজিরার সাংবাদিকরা বলেন, তিনি পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরে ইসরায়েলের রেইডের বিষয়ে খবর সংগ্রহ করছিলেন। সে সময় গুলি এসে তার শরীরে লাগে। তাকে সাথে সাথে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি।

শিরীন ২০০০ সাল থেকে আল জাজিরায় কর্মরত ছিলেন। তার মাথায় গুলি লেগেছিল বলে জানা যায়। ঘটনার সময় তার গায়ে সাংবাদিকদের জন্য নির্ধারিত ভেস্টও ছিল।
যুক্তরাজ্যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শিরীন একজন খ্যাতনামা ফিলিস্তিনি সাংবাদিক ছিলেন। জেনিন শহরে চালানো বর্বরতার বিষয়ে খবর সংগ্রহ করার সময় ইসরায়েলের দখলদার বাহিনী তাকে হত্যা করেছে।

(ঊষার আলো-এফএসপি)