UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহন, নেতানিয়াহুর বিদায়

usharalodesk
জুন ১৪, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নির্বাচনে বেশি আসন পেয়েও ক্ষমতায় থাকতে পারলেন না বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় পার্লামেন্টে নতুন সরকার গঠনের আস্থা ভোটে ৫৯-৬০ ব্যবধানে হেরে গেছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর দীর্ঘ ১ দশকেরও বেশি সময় শাসনক্ষমতার অবসান হলো। আর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন নেতানিয়াহুর এক সময়ের মন্ত্রী কট্টর জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট। বিরোধীদের নতুন জোটের এ প্রধানমন্ত্রী নিয়ম অনুযায়ী দুই বছর দায়িত্ব পালন করবেন। তারপর প্রধানমন্ত্রী হবেন ইয়ার লাপিদ। নেতানিয়াহু ৫ বার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১মবার ১৯৯৬-১৯৯৯ সাল পর্যন্ত, এরপর ২০০৯ সাল থেকে টানা ২০২১ সাল পর্যন্ত।

(ঊষার আলো-আরএম)