UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের নির্বাচন: ক্ষমতাচ্যুত হতে পারেন নেতানিয়াহু

usharalodesk
জুন ১৩, ২০২১ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইসরায়েলের পার্লামেন্টে আজ রবিবার (১৩ জুন) ভোটাভুটির মাধ্যমে নতুন সরকারের অনুমোদন দেওয়া হবে। এর কারণে বেনিয়ামিন নেতানিয়াহুর এক যুগের দীর্ঘ শাসন শেষ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে এবং নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নাফতালি বেনেট।

নেতানিয়াহুকে হটাতে ৮টি বিরোধী দল মিলে নতুন জোট গঠন করেছে। আর এই জোটে বামপন্থি, উদারপন্থী, কট্টরপন্থী, জাতীয়তাবাদী ও ধর্মীয় দল রয়েছে। এছাড়াও দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সরকার গঠনে যুক্ত হচ্ছে একটি আরব ইসলামি দল। পার্লামেন্টে একটি মাত্র আসনে এগিয়ে থেকে নতুন সরকারের দায়িত্ব নিচ্ছে বিরোধী জোট।

ইসরায়েলে গত ২৩ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আর এটি বিগত ২ বছরের মধ্যে চতুর্থ নির্বাচন ছিল।

সাথে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন অর্জনে ব্যর্থ হন ফলে এমতাবস্থায় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ জোট সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন জোটাতে সমর্থ হন।

(ঊষার আলো-এফএসপি)