UsharAlo logo
রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ আটক ৪

ঊষার আলো
অক্টোবর ৩০, ২০২১ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৬। গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- (র‍্যাব-৬)’র সদস্যরা।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ (সিপিসি২) র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান এ বিষয়টি জানিয়েছেন।

মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে খুলনা এবং চুয়াডাঙ্গা থেকে এদের আটক করা হয়। এর আগে, শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত আদিয়ান মার্টের প্রধান কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব।

আটককৃতরা হলেন, আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকী ওরফে মানিক, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিকী ওরফে রতন এবং বাবা আবু বকর সিদ্দিক ও ম্যানেজার মিনারুল ইসলাম।

 

(ঊষার আলো-আরএম)