ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অষ্টম রাউন্ড শেষ হয়েছে ২৫ ফেব্রুয়ারি। এরপর ক্রিকেটাররা ছুটিতে। ৬ এপ্রিল নবম রাউন্ডের খেলা শুরু হবে। নবম রাউন্ড শেষে জাতীয় দলের ক্রিকেটাররা জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন। অধিকাংশ ক্রিকেটার গ্রামের বাড়িতে ঈদ করবেন। শ্রীলংকা সফরের আগে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও ছুটিতে আছেন। তবে জাতীয় দলের নারী ক্রিকেটারদের ছুটি নেই। তাদের সামনে ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই। ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে পাকিস্তান যেতে হবে তাদের। ৩ এপ্রিল দেশ ছাড়বেন নিগার সুলতানারা।
বাছাইপর্ব ঘিরে দুই সপ্তাহের ক্যাম্প চলছে নারী ক্রিকেটারদের। ক্যাম্প চলবে ২ এপ্রিল পর্যন্ত। ঈদের দিন অবশ্য ক্যাম্প বন্ধ থাকবে। ছুটি না পাওয়ায় নারী ক্রিকেটারদের মনোবল দৃঢ় রাখতে একটি বিশেষ কর্মশালা করার পরিকল্পনা রয়েছে কোচদের। ৯ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানে বাছাইপর্বে খেলবে ছয়টি দল। বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। ছয় দলের মধ্যে সেরা দুই দল মূলপর্বের টিকিট কাটবে। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে আট দলের নারী ওয়ানডে বিশ্বকাপ।
এদিকে ঈদের ছুটির পর আবার ঢাকা লিগ শুরু হবে। ১৩ এপ্রিলের মধ্যে শেষ হবে প্রথম লিগের ১১ রাউন্ডের খেলা। এরপর সুপার লিগ। ১৫ এপ্রিল জিম্বাবুয়ে ক্রিকেট দল আসবে বাংলাদেশে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুদল। প্রথম টেস্ট ২০ এপ্রিল সিলেটে এবং দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে। তার আগেই শুরু হবে জাতীয় দলের ক্রিকেটারদের ক্যাম্প।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এপ্রিলের শুরুতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলংকা যাবে। ঈদের আগে রাজশাহী ও বগুড়ায় তাদের ক্যাম্প হয়েছে। আপাতত তা বন্ধ। এক সপ্তাহ ছুটির পর তারা ফের অনুশীলনে ফিরবেন।
ঊষার আলো-এসএ