UsharAlo logo
শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের দিন সকাল থেকে সারাদেশে কালবৈশাখী

koushikkln
মে ৩, ২০২২ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো ডেস্ক: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের প্রায় সব এলাকায় শুরু হয়েছে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে। এর ফলে সকালের প্রথম ঈদের জামাতে সমস্যা তেমন না হলেও পরে আর ঈদগাহে নামাজ পড়তে পারেননি মুসুল্লিরা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টি আজ সারাদিন থেমে থেমে চলবে। কখনও হালকা, আবার কখনও ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমা এবং বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখনও দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু আলাম অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে এবং বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঊআ-বিএস