UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের দিন সড়ক কেড়ে নিলো ১০ প্রাণ

usharalodesk
মে ১৫, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঈদের দিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১০ জন। শুক্রবার (১৪ মে) সকাল থেকে রাত পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বগুড়ায় দুইজন, চট্টগ্রামে দুইজন, নড়াইলে একজন, ময়মনসিংহে দুইজন, খাগড়াছড়িতে একজন, কুড়িগ্রামে একজন ও কুমিল্লায় একজন মারা গেছেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর-রানীরহাট ডিসি রোডে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালকই নিহত হয়েছেন। নিহতরা হলেন, রাহেদুল ইসলাম ও উজ্জ্বল বড়ুয়া।
নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদে ঘুরতে বের হয়ে ইবাদুল নামে এক তরুণ নিহত হয়েছেন। নড়াইল-কালিয়া সড়কের পুরুলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। তারা হলেন, মিলন দাস (৩০) ও নুরুন্নবী (২৩)। বগুড়া-রংপুর মহাসড়কের বারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের ফুলপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত হয়েছে। নিহতরা হলো, সবুজ মিয়া (১৫) ও সৌরভ মিয়া (১৪)।
খাগড়াছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় নাজমুল হোসেন নাঈম (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। দুপুরের দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ভাইবোনছড়া বাজারসংলগ্ন মায়াবিনী লেক রোডে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় মারা যান জামাল উদ্দিন (৬৩) নামের এক বৃদ্ধ। ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাড়কের দেওয়ানের খামার গ্রামের আশা অফিসের পাশে এ ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শেকু মিয়া (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

(ঊষার আলো-এমএনএস)