UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের নতুন জামা পরা হলো না আইরিনের

usharalodesk
এপ্রিল ১৪, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: নয় বছর বয়সী ছোট্ট আইরিন বায়না ধরেছিল তাকে ঈদে নতুন জামা দিতে হবে। তাই মা রেশমা বেগম মেয়ের জন্য নিজ হাতেই তৈরি করে রেখেছিলেন ঈদের জামা। কিন্তু সেই জামা আর পরা হলো না আইরিনের। তার আগেই চলে গেল না ফেরার দেশে।

আইরিন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকার আউয়াল মিয়া ও রেশমা দম্পতির মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের পরে ছোট ভাই আবু বকরকে নিয়ে বাড়ির উঠানে খেলছিল আইরিন। উঠানের একপাশে নতুন দেয়াল নির্মাণ করছিলেন প্রতিবেশী রাজ্জাক হাওলাদার। খেলার একপর্যায়ে দুই ভাই-বোন নির্মাণাধীন দেয়ালের সঙ্গে ঝুলতে গিয়ে দেয়াল ভেঙ্গে নিচে চাপা পড়ে। এতে গুরুতর আহত হয় আইরিন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ঊষার আলো-এসএ