UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উইকেট যাই হোক, ব্যাটে-বলে শুরুটা ভালো করতে চায় বাংলাদেশ

ঊষার আলো
জুন ২০, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে বোলিংই সাফল্য এনে দিয়েছে বাংলাদেশকে। সুপার এইটে অবশ্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। কারণ যুক্তরাষ্ট্রে খুব বেশি রান হওয়ায় পিচ নিয়ে সমালোচনার মুখে আইসিসি। তাই ওয়েস্ট ইন্ডিজে সুপার এইটে দেখা যেতে পারে বড় রানের ম্যাচ। গ্রুপপর্বে ব্যাটিংয়ে নাজুক পারফরম্যান্সের জন্য উইকেটের দায় দেখছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘পরিকল্পনা অন্য সব দলের মতোই, ব্যাটিং কিংবা বোলিংয়ে আমরা শক্তিশালী শুরু পেতে চাই। তবে অনেক জায়গাতেই ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে পিচ। আর পিচের চরিত্র বোঝাও খুব কঠিন।’

‘আমরা ভেবেছিলাম সেন্ট ভিনসেন্টের পিচ ভালো হবে। কিন্তু সেটাই খুব কঠিন হয়ে উঠল। বোলিংবান্ধব হয়ে উঠল, সেটি শুধু পেস কিংবা স্পিন নয়, দুটোতেই। তাই আমাদের পরিকল্পনা হলো ব্যাটিং বা বোলিং যেটাই হোক, শুরুটা ভালো করা।’

আগামীকাল অস্ট্রেলিয়া বিপক্ষে বাংলাদেশ খেলবে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। গতকাল এই ভেন্যুতে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৯৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ এখানে অনুশীলন করেছে রাতের আলোয়। সেক্ষেত্রে উইকেটের পুরো চরিত্র এখনো রহস্য টাইগার টিম ম্যানেজম্যান্টের কাছে।

উইকেট নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘এখনও দেখিনি। আমরা গতকাল সেখানে ফিল্ডিং সেশন করেছি। কিন্তু সেটা ছিল রাতে ফ্লাডলাইটের আলোয়। উইকেট তখন ঢেকে রাখা ছিল। আমরা মাঠের আকার দেখার পাশাপাশি কোন দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, সেসব বোঝার চেষ্টা করেছি। পুরো চিত্র এখনও না পেলেও ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কিছু তথ্য আমরা পেয়েছি।’

ঊষার আলো-এসএ