UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উল্কা ক্লাব ও ডুমুরিয়া তরুণ সংঘের ম্যাচ ড্র

koushikkln
জুলাই ২৯, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : জেলা ফুটবল এসোসিয়েশন খুলনা আয়োজিত এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগে উল্কা ক্লাব বনাম ডুমুরিয়া তরুণ সংঘের দিনের একমাত্র ম্যাচ গোলশুণ্যে অমিমাংসীত ভাবে শেষ হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় উল্কা ক্লাব বনাম ডুমুরিয়া তরুণ সংঘ। শুরুতেই উভয় দল গোছানো ফুটবল শুরু করে। আক্রমন-পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে চলতে থাকে খেলা। খেলা দেখে মনে হয় দল দুটি’র শক্তি সমানে সমান। কিন্তু খেলার ২২ মিনিটের সময় দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় তরিকুল বামপ্রান্ত থেকে ছোট ডি বক্সের সামনে বল পেয়ে গোল করে দলকে (১-০) এগিয়ে নিয়ে যায়। গোল হজম করে পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে ডুমুরিয়া। একর পর এক আক্রমন করতে থাকে তারা। তবে উল্কার রক্ষণভাগ ভাঙ্গতে ব্যর্থ হয়। এক গোলে পিছিয়ে থেকে বিরতীতে যায় ডুমুরিয়া। বিরতী থেকে ফিরে আক্রমন শুরু করে ডুমুরিয়া। প্রথম মিনিটেই পরিকল্পিত এক আক্রমণ থেকে বামপ্রান্ত থেকে সোজাসুজি মাইনাসের বল পেয়ে যায় দলের ৩নং জার্সি পরিহিত খেলোয়াড় পিন্টু। ফাঁকা বারে গোল করে খেলায় সমতা আনে (১-১)। এর পর থেকে উভয় দল রাফ এন্ড টাফ খেলা শুরু করে। জয়ের নেশায় উভয় দল আক্রমন-পাল্টা আক্রমন করতে থাকে। কিন্তু গোল মিসের ব্যর্থতা থেকে বের হতে পারেনি উভয় দল। ফলে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে দু’বার হাতাহাতির ঘটনা ঘটে। উভয় দল যেভাবে আক্রমন-পাল্টা আক্রমন করতে থাকে, তাতে মনে হয় যে কোন সময় ফল বের হতে পারে সে আশায় ছিল দর্শকরা। কিন্তু সকলকে হতাশায় ডুবিয়ে উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। এ খেলাটি পরিচালনা করেন রেফারী পার্থ প্রতীম মন্ডল, সিদ্ধার্থ সরকার, কিশোর বকসী ও বিমল মল্লিক। ম্যাচ কমিশনার ছিলেন নৃপেন রায়। খেলা দু’টির ধারাভাষ্য ছিলেন এডভোকেট এম এম সাজ্জাদ আলী ও এডভোকেট প্রজেশ রায়।

মাঠে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য এ মনসুর আজাদ, সদস্য ও লীগ কমিটির সম্পাদক সুজন আহমেদ ও সদস্য ও লীগ কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মহসীন। ৩০ জুলাই শনিবার জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব বনাম খুলনা আবাহনী ক্রীড়া চক্র। বিকেল সোয়া ৪টায় দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে মৌসুমি একাদশ ও সাবেক খেলোয়াড় সংঘ।