UsharAlo logo
রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

এই আপৎকালীন সময়ে ড. ইউনূসেই আস্থা

ঊষার আলো রিপোর্ট
মে ২৫, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের এই আপৎকালীন সময়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মুহম্মদ ইউনুস স্যারেই আস্থার কথা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আসিফ আকরব।

সম্প্রতি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোয় ছাত্র উপদেষ্টা ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ। এবার আসিফ মাহমুদের সঙ্গে এই নেতার হাত মেলানোর একটি ছবি শেয়ার করেছেন আসিফ আকবর। যেখানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকেও দেখা গেছে। এসময় ছবিতে তিনজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। যা শেয়ার দিয়ে দেশ নিয়ে আশার কথা শোনালেন আসিফ আকরব।

আসিফ আকবার তার পোস্টে লিখেছেন, ‘অধ্যাপক আলী রীয়াজ স্যার, সম্মানিত প্রধান সংবিধান সংস্কার কমিশন। সুদর্শন এবং অভিজ্ঞ জাতীয়তাবাদী রাজনৈতিক জনাব সালাহউদ্দীন আহমেদ ভাই। মহান জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তরুন তুর্কী। ছবিটা ইতিবাচক মনে হলো, চোখের শান্তি।

আসিফ আকবর আরও লিখেছেন, ‘দেশের এই আপৎকালীন সময়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মুহম্মদ ইউনুস স্যারেই আস্থা। সামনে আছে অপার ভবিষ্যৎ এবং সম্ভাবনা। সব দেশপ্রেম অবশ্যই এক মোহনায় মিলবে, নতুন বাংলাদেশের স্বপ্ন বৃথা যেতে দেয়া যাবে না, জুলাই বিপ্লব ব্যর্থ হবে না ইনশাআল্লাহ্…ভালবাসা অবিরাম…’

ঊষার আলো-এসএ