UsharAlo logo
মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

একই টুর্নামেন্টে খেলবেন সাকিব-তামিম

ক্রীড়া ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

বিসিবি চেষ্টা করেছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে রাখতে। তবে বোলিংয়ে নিষিদ্ধ হওয়ায় নেই সাকিব, তামিম নিয়েছেন অবসর। ভিন্ন কারণে তাদের দুজনকে একই সঙ্গে বিপিএলেও দেখা যাচ্ছে না। জাতীয় দলে দেখা হওয়ার সম্ভাবনা আগেই থেমেছে। তবে দর্শক-সমর্থকদের মনের আশা পূরণ হতে যাচ্ছে, সাকিব-তামিমকে দেখা যেতে পারে একসঙ্গে।

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে দুজনকে দেখা যেতে পারে। সূচি মিলে গেলে দুজনের মাঠেও দেখা হয়ে যেতে পারে। সাকিব ও তামিম খেলবেন ভিন্ন ভিন্ন দলের হয়ে। সাকিবকে আগেই দলে নিয়েছে দুবাই জায়ান্টস। এবার তামিমকে দলে টেনেছে বিগ বয়েজ স্কোয়াড।

খবরটি নিশ্চিত করেছেন তামিম নিজেই, ‘আমি রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি যে লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’

লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকা।

গত বছর ভারত সফরের সময় টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে অবসরের পরিকল্পনা করলেও দলে জায়গায় পাননি। অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছে বোলিং। অন্যদিকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিম কয়েকদিন আগে দেশের জার্সিতে অবসর ঘোষণা করেন। চলতি বিপিএলে তিনি ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন। তবে এবার দেশের বাইরে আরেকবার দেখা হয়ে যাবে সাকিব-তামিমের।

ঊষার আলো-এসএ