UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একটি মহল ফেসবুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

usharalodesk
অক্টোবর ১৯, ২০২১ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল দেশে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে পল্লবীতে শাহীন নামে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। আর সেখানে ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত আসামিদের গ্রেফতার করা হয়েছে। তবে সম্প্রতি ওই ভিডিও ফুটেজ ব্যবহার করে একটি মহল ফেসবুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত র‌্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ অভিযানিক ও প্রশাসনিক কার্যক্রমে বিভিন্ন প্রযুক্তি অন্তর্ভুক্তকরণ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, দুষ্কৃতিকারীরা এই ভিডিওটি প্রচার করে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে মিথ্যা প্রচার করছে। এসব দুষ্কৃতিকারীদের নজরদারিতে রাখা হয়েছে। কিন্তু তারা ঘনঘন স্থান পরিবর্তন করছে। তবে খুব শিগগির আমার তাদের ধরে ফেলতে পারবো।

(ঊষার আলো-এফএসপি)