একতার গল্প
পাঁচটে মোরগ বন্ধু তারা
এক ঘরেতে থাকে,
মাঝে মাঝে ধাওয়া করে
দুষ্টু কিছু কাকে।
সামলে নিতে পারে ওরা
বন্ধু সবে সবার,
কেউ করে না ঝগড়া তারা
নিয়ে তাদের খাবার।
মাঝে মাঝে শেয়াল মামা
ওদের পিছু নেয়,
ওঁৎ পেতে রয় ঝোপে ঝাড়ে
যদি সুযোগ দেয়।
পাঁচটে মোরগ বন্ধু তারা
একসাথে তাই রয়,
মোরগগুলো ভারী শেয়ান
পাঁজি শেয়াল কয়।
বিজন বেপারী
(ঊষার আলো-এফএসপি)