UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এক পরিবর্তন নিয়ে মালদ্বীপের বিপক্ষে নামছে বাংলাদেশ

usharalodesk
নভেম্বর ১৬, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :ফিফা প্রীতি ফুটবল ম্যাচের প্রথমটিতে এক গোলে হেরে গেছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজ দলের। সেই লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন রেখে মাঠে নামতে যাচ্ছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

মধ্যমাঠে রয়েছেন সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও জনি। দুই উইংয়ে খেলবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। তাদের পেছনে শেখ মোরসালিন থাকতে পারেন। কাবরেরা সাধারণত ৪-৪-২ ছক তথা ডায়মন্ড শেপে খেলিয়ে থাকেন। অনেক সময় তা ৪-৩-৩-এ রূপান্তরিত হয়।

আজকের ম্যাচটি কাবরেরার জন্য বড় পরীক্ষা। বছরের শেষ ম্যাচটি জয়ে রাঙাতে না পারলে তার চুক্তির মেয়াদ না বাড়ানোর দিকে হাঁটতে পারে বাফুফে।

বাংলাদেশ একাদশ: 

মিতুল মারমা (গোলরক্ষক), সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ, ঈসা ফয়সাল, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।

ঊষার আলো-এসএ