UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির সম্ভাবনা

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ২৮, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বুধবার রাত থেকে এক সপ্তাহ ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শীতকালে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে। আর দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের অবস্থান রয়েছে।

প্রথম ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ স্থান শুষ্ক থাকতে পারে। তবে রাতের শেষ দিকে থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে রাতের শেষ থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া, শেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে, তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবং দিনের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এভাবে, সামনের সপ্তাহে শীত কিছুটা কমলেও বৃষ্টির কারণে পরিস্থিতি একটু জটিল হতে পারে, বিশেষ করে শীতের সময় অতিরিক্ত আর্দ্রতার কারণে।

ঊষার আলো-এসএ