UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এখনো পুলিশ কেন সক্রিয় নয়, প্রশ্ন সারজিসের

ঊষার আলো ডেস্ক
আগস্ট ২৬, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

এখনো পুলিশ কেন সক্রিয় নয়, এখনো কেন ছাত্রদের পরিস্থিতি নিয়ন্ত্রণে যেতে হচ্ছে— এমন প্রশ্ন ছুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘কোনো উপদেষ্টা যদি দায়িত্ব পালনে অপারগ হয়ে থাকেন, তাকে পরিবর্তন করা উচিত। ’

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, ‘আনসারদের উদ্দেশ্য দাবি দাওয়া মানানো নয়, সচিবালয় অবরুদ্ধ করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। ‘

এ সময় ছাত্রদের ওপর আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ ও ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সবার বিচারের দাবি জানান ছাত্ররা।

প্রশাসনকে ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের নেতারা আরও বলেন, `দেশের এই ক্রাইসিস সময়ে রাস্তা বন্ধ করে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলছিল আনসার সদস্যরা। আনসাররা দাবি আদায়ের নামে ক্যু করার ষড়যন্ত্র করছিল। ‘

ছাত্র সমাজ আরও বলেন, তারা বন্যার্তদের পাঠানো ত্রাণের গাড়ি আটকিয়ে রাস্তা বন্ধ করে রেখে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছিল। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা বিভিন্ন রূপে সামনে এসে দেশের ভাবমূর্তি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তারা বলেন, ছাত্র সমাজ ঘুমিয়ে যায়নি এখনো। রাজ পথে রয়েছে৷ ছাত্রদের এই বিপ্লবকে নস্যাৎ করতে যে ষড়যন্ত্র চলছে, তা ছাত্র সমাজ কোনোদিনেই হতে দেবে না।

অন্তর্বর্তীকালীন সরকার সমালোচনার উর্ধ্বে নয়, কিন্তু বিগত সরকারের ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য সময় দিতে হবে বলেও এ সময় মন্তব্য করে ছাত্রসমাজ।